বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে রেলওয়ের ১৪৫ জন নিরাপত্তাবাহিনীর কাজ ৩৭ জনকে দিয়ে করানো হচ্ছে: বিশৃংখলার আশংকা
ঈশ্বরদীতে রেলওয়ের ১৪৫ জন নিরাপত্তাবাহিনীর কাজ ৩৭ জনকে দিয়ে করানো হচ্ছে: বিশৃংখলার আশংকা

ঈশ্বরদী প্রতিনিধি :: রেলওয়ে পাকশী বিভাগের অধিনে ঈশ্বরদী জংসন স্টেশন এলাকার নিরাপত্তা বাহিনীর জেনারেল,এবি ও আইবিতে কমপক্ষে ১৪৫ জন সদস্যের স্থলে মাত্র ৩৭ জন নিরাপত্তা সদস্য দায়িত্বরত রয়েছেন৷ এতে প্রতিনিয়ত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে ৷ দীর্ঘদিন সিপাহী পদে নিয়োগ না দেওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে৷ শতবর্ষী ঈশ্বরদী স্টেশনের গুরম্নত্ব আগ থেকেই ছিল৷ তারওপর সামপ্রতিক সময়ে সরকারের পদ্মাসেতুসহ দেশের বিভিন্ন স্থানে কর্ম তত্পরতা ও জনসংখ্যা বৃদ্ধির কারণে ঈশ্বরদীর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে৷ এতেকরে এখান থেকে প্রতিদিন মালবাহি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ এ জন্য ঈশ্বরদী থেকে প্রতিদিন কমপৰে ১০ টি করে মালবাহি ট্রেনে ৩ জন করে নিরাপত্তা সিপাহীকে ট্রেন স্কট ডিউটির জন্য বুক করতে হয়৷ এতে শুধুমাত্র প্রতি ২৪ ঘন্টায় প্রায় ১০০ সিপাহীর প্রয়োজন হয়৷ এছাড়া ঈশ্বরদীর ১১ টি বিটে ৩ জন করে ৩৩ জন ও লোকোসেডে কমপৰে ১২ জন সিপাহীকে প্রতি ২৪ ঘন্টায় ডিউটি করতে হয় ৮ ঘন্টার শিফ্ট অনুযায়ী ৷ সাম্প্রতিক সময়ে ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ নানা কারণে অন্যান্য বিট ও লোকোসেডেরও গুরুত্ব বৃদ্ধি পেলেও নিরাপত্তা সিপাহীর সংখ্যা বাড়ানো হয়নি৷ এতে করে প্রতিটি সিপাহী ও অন্যাণ্য সদস্যদেরও বিরামহীনভাবে অমানবিকভাবে ডিউটি করতে হচ্ছে ৷ শীঘ্রই নিরাপত্তা বাহিনীর সিপাহির সংখ্যা বৃদ্ধি করা না হলে সুশৃংখল এই বাহিনীর অভ্যন্তরে বিশৃংখলার সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে বলে রেলওয়ের একটি সুত্রে জানাগেছে৷





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫