রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টাম্পাকোর মালিকসহ ১০জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
গাজীপুরে টাম্পাকোর মালিকসহ ১০জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মিঃ) গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়ল্স কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷ কারখানার মালিক ও বিএনপির সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন লিচুকে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছে পুলিশ৷
১৭ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে টঙ্গী থানার এসআই অজয় চক্রবর্তী বাদী হয়ে এই মামলাটি দায়ের করা হয়৷
মামলায় প্রধান আসামি করা হয়েছে কারখানার মালিক হাজী মকবুল হোসেন লেচু মিয়াকে৷ এছাড়া মামলায় কারখানা মালিক মকবুল হোসেনের স্ত্রী মোসাঃ পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ এবং ডিএমডি আলমগীর হোসেনসহ ১০ জন৷ এ ছাড়া মামলায় অজ্ঞাতদের আসামি রয়েছে৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন৷
এ নিয়ে অগ্নিকাণ্ডের টাম্পাকো দুর্ঘটনায় মালিকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা দায়ের করা হলো৷
এর আগে ১১ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে কারখানার নিহত শ্রমিক জুয়েলের পিতা আব্দুল কাদের কারখানা মালিকসহ ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন৷
গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে কারখানার মালিকের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে৷ যে কোন দিন তাকে গ্রেফতার করা হবে৷
এদিকে ৯ম দিন ১৮ সেপ্টেম্বর রবিবারও ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে৷ ৭দিন যাবত সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে৷ এখনও জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১১ শ্রমিক নিখোঁজ রয়েছেন৷ তালিকা ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাদের সন্ধানেও কাজ করছে উদ্ধারকারীরা৷ ভারি যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের জঞ্জাল ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে৷ ভবনের ভিতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে ফায়ার সার্ভিস৷ তবে ধ্বংসস্তুপ থেকে নতুন করে কোন লাশ উদ্ধার হয়নি৷ ধ্বংসস্তুপ এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷
১০ সেপ্টেম্বর শনিবার ভোর ৬ টার দিকে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়লস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধসে পড়ে৷ এতে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, আহত অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন আরো ৩৫ জন এবং নিখোঁজ রয়েছেন ১১ জন৷
অবশ্য প্রথমে ধারণা করা হয়েছিল, কারখানাটির বয়লার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে, কারখানার ৩টি বয়লার অক্ষত রয়েছে৷ গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণের ফলেই এ দুর্ঘটনা ঘটে৷





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং