মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে পিতা-পুত্রসহ ৪ জেএমবি সদস্য আটক
সিরাজগঞ্জে পিতা-পুত্রসহ ৪ জেএমবি সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪২মিঃ) সিরাজগঞ্জের সলঙ্গা থেকে পিতা ও দুই পুত্রসহ ৪ জেএমবি সদস্য আটক করেছে ডিবি পুলিশ৷ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে সলঙ্গায় এরান্দহ গ্রামের জেএমবি জয়নাল আবেদীনের বাড়ী সংলগ্ন জামিয়াতুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় এদেরক আটক করা হয়৷ আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলা জেএমবির শায়েখ ও সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার দুই ছেলে বোরহান উদ্দিন (২৮), ইমরান আলী (২৬) ও কাজিপুর থানার গান্ধাইল দক্ষিন পাড়ার মৃত ইছাহাক উদ্দিনের ছেলে ও জেলা জেএমবির কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক (৪৯)৷ সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি ও পুলিশ যৌথভাবে ওই মাদ্রাসায় অভিযান পরিচালনা করেন৷ এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও পিতা ও দুই পুত্রসহ ৪ জেএমবি সদস্যকে আটক করা হয়৷ এসময় তাদের কাছ থেকে ১০টি তাজা ককটেল, বিপুল পরিমাবান বোমা তৈরীর উপকরন ও বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা সকলেই জেএমবির সক্রিয় সদস্য, জেএমবির সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ ও জিহাদী বই বিতরনসহ সংগঠনের কর্মপন্থা নির্ধারনের জন্য ওই বৈঠকে মিলিত হয়েছিল বলে তারা স্বীকার করেছেন৷

আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হবে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন৷ পুলিশ সুপার আরও বলেন, সিরাজগঞ্জে জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রসঙ্গত, এই চার জেএমবি সদস্যসহ গত তিনমাসের ব্যবধানে গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ সদর, কাজিপুর, উলস্নাপাড়ার বিভিন্ন থেকে ৮জন নারী সদস্যসহ ১৬জন জেএমবি সদস্য আটক করেছে৷ এদের কাছ থেকে গ্রেনেড তৈরীর সরঞ্জামসহ বিপুল পরিমাণ জেহাদী বই উদ্ধার করা হয়েছে৷ এছাড়াও আটককৃত ৮ নারীর মধ্যে চার নারী ছিল আত্মঘাতী স্কোয়াডের সদস্য৷





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ