রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মিঃ) গাজীপুরে এইচএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে পূর্বের নিয়ম বহাল রাখা এবং সংযোজিত প্রশ্ন বাতিলের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা৷
২ অক্টোবর রবিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাসত্মা এলাকায় ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজসহ কয়েকটি কলেজের কয়েকশ’ শিক্ষার্থী ওই দাবিতে সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে মানববন্ধন করে৷
একপর্যায়ে মহানগর কলেজ, এমইএইচ আরিফ কলেজ, কমার্স কলেজ, সিটি কলেজসহ ৫/৬টি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর চৌরাসত্মায় মহাসড়ক অবরোধ করে৷ এসময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়৷ ফলে চৌরাসত্মায় চারপাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ একারণে বিভিন্ন গনত্মব্যে গমনকারী যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷ দুপুর ১টা পর্যনত্ম যান চলাচল বন্ধ ছিল৷
শিক্ষার্থীরা জানায়, গত এইচএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ছয়টি করে সৃজনশীল প্রশ্ন ছিল৷ সময় বরাদ্দ ছিল ২ ঘন্টা ১০ মিনিট৷ কিন্তু নতুন করে ছয়টির স্থলে সাতটি প্রশ্ন করার নিয়ম চালু করা হয়েছে, ১০ মিনিট বাড়িয়ে মোট সময় বরাদ্দ করা হয়েছে ২ ঘন্টা ২০ মিনিট৷
অতিরিক্ত ওই প্রশ্ন বাতিল করে আগের নিয়ম বহাল রাখা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে৷
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা ওই এলাকায় একটি মানববন্ধন করে৷ একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে৷ এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ