মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় ভূয়া সনদ দিয়ে পুলিশে নিয়োগ চেষ্টা : ১০ আটক
ভাঙ্গুড়ায় ভূয়া সনদ দিয়ে পুলিশে নিয়োগ চেষ্টা : ১০ আটক
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মি.) পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে পুলিশে নিয়োগের চেষ্টা করায় পাঁচ প্রার্থী ও তাদের পাঁচ ভূয়া মুক্তিযোদ্ধা পিতাকে পুলিশ ১৮ অক্টোবর মঙ্গলবার আটক করেছে৷
আটককৃতরা হলো পুলিশের কনষ্টেবল প্রার্থী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জেল হক আলী (১৮) ও তার ভূয়া মুক্তিযোদ্ধা পিতা ইউনুছ আলী,আমিরুল ইসলাম(১৭) ও তার ভূয়া মুক্তিযোদ্ধা পিতা আছাহাব আলী এবং রবিউল ইসলাম (১৮) ও তার ভূয়া মুক্তিযোদ্ধা পিতা ফরাজ আলী, সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান (১৯) ও তার ভূয়া মুক্তিযোদ্ধা পিতা আমানত আলী এবং গোপালপুর গ্রামের রহমত উল্লাহ (১৭) ও তার ভূয়া মুক্তিযোদ্ধা পিতা নাজিম উদ্দিন৷ আটককৃতরা জানায় দালালের মাধ্যমে প্রতিটি সনদ সংগ্রহ করতে তাদের ১ লাখ ২০ হাজার টাকা করে খরচ হয়েছে৷
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৫ সেপ্টেম্বর পাবনা পুলিশ লাইনে লোক নিয়োগের সময় ঐ কনষ্টেবল প্রার্থীরা নিজ নিজ পিতার নামে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ তৈরী করে জমা দেয়৷ কিন্তু সনদগুলো জাল প্রমাণিত হওয়ায় মঙ্গলবার কনষ্টেবল প্রার্থী ও ভূয়া মুক্তিযোদ্ধা মোট ১০ পিতা-পুত্রকে গ্রেফতার করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
ওসি বলেন, পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪