রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি স্বতস্পূত ভাবে পালন করায় বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা
রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি স্বতস্পূত ভাবে পালন করায় বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা
প্রেস বিজ্ঞপ্তি :: বাঙালি সংগঠনের বান্দরবান জেলা কমিটির আহবায়ক আতিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে। রাঙামাটি, খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫টি বাঙালি সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ৩০ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে।
রাঙামাটি জেলায় এ অবরোধ স্বতস্পূত পালন করায়, সাংবাদিক, জনসাধারন, ব্যবসায়ী, বাস মালিক সমিতি, নৌ-যান পরবহন মালিক সমিতিসহ সকলকে কৃতজ্ঞতা এবং পরবর্তিতে যে কোন কর্মসুচীতে সার্বিক সহযোগীতা করার আহবান জানিয়েছেন,পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর রাঙামাটি জেলা সভাপতি মো. অালমগীর হোসেন, প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধের পক্ষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতস্পূত সমর্থন দিয়েছে, এর মাধ্যমে সরকারকে বুঝতে হবে যে, পার্বত্য ভূমি কমিশন আইন- ২০১৬ বাতিল করা খুব জরুরি।
পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর জেলা সভাপতি আলমগীর হোসেন, দ্রুত ভূমি আইনটি সংশোধন করে ভূমি কমিশনে সমান সংখ্যক বাঙালি প্রতিনিধি নিয়োগ দেয়ার আহবান জানান সরকারের প্রতি ।