মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় যুব দিবসে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা
জাতীয় যুব দিবসে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার :: (১৭ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.০৬মি.)”আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটিতে জাতীয় যুব দিবস-২০১৬ উপলক্ষে র্যালী, আলোচনাসভা, যুব ঋনের চেক, প্রশিক্ষনীদের সনদ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
এ উপলক্ষে ১নভেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করে৷
র্যালীটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়৷
যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য চাঁন মুনি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷ বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিম সুপার শহিদ উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যা৷ অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা নূরুল আবছার৷

পরে রাঙামাটি সদরের মত্স্য, ডেইরী ,সেলাই, গার্মেন্ট ও পোল্ট্রি প্রকল্পের জন্য ৭জন প্রশিক্ষণপ্রাপ্ত খামারীকে ৩লক্ষ ৭৬হাজার টাকার চেক ও ৪টি উন্নয়ন প্রতিষ্ঠান প্রধানদের ৮৫হাজার টাকার চেক এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়