বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ২৬৫০
সিলেটে পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ২৬৫০
সিলেট জেলা প্রতিনিধি :: জেএসসি প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলো অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ২ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। তবে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার সিলেট বোর্ডে ১২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১লাখ ২৭ হাজার ৮৮০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ২৩০ জন। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
এবার সিলেট বোর্ডের অধিনে ১হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েদের সংখ্যাই বেশি। ১ লাখ ৩২ হাজার ৬৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে সংখ্যা ৫৭ হাজার ৯৩১ জন এবং মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৭৫ হাজার ৩৮ জন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন