সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি শহরের নিউ মার্কেটে আগুন
রাঙামাটি শহরের নিউ মার্কেটে আগুন
ষ্টাফ রিপোর্টার :: (১৪ অগ্রহায়ণ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ৯.৫৫মি.) ২৮ নভেম্বর রাত ৩ টার দিকে রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিপনী বিতান নিউ মার্কেট এ আগুন লাগে।
এসময় মার্কেটের কাজী ফার্মস কিচেন (দোকান নং- ২০৬) ও গাজী প্রকাশনী (দোকান নং- ২০৭) ২টি দোকান আগুনে ভষিভূত হয়েছে ।
খবর পেয়ে তাৎক্ষনিক রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এবং স্থানীয় জনসাধারন এসে কাজী ফার্মসের আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিস কর্মীরা চলে যাওয়ার পর আবার আগুন লাগে বইয়ের দোকার গাজি প্রকাশনীতে আবারও ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণে সহায়তায় আগুন নিয়ন্ত্রণন নিয়ে আসে ।

গাজী প্রকাশনীর মালিক সনজিব দাশ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, দোকানে রাখা সব গুলি বই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রাথমিক ভাবে তার দোকানের ক্ষতির পরিমান ৫-৭ লক্ষ টাকার উদ্ধে ।
কাজী ফার্মস কিচেন এর মালিক দেবশ্রী নারায়ন চৌধুরী কিরু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, তার দোকানের ৭টি বড় ফ্রিজ আগুনে পুড়ে গেছে দোকানের ক্ষতির পরিমান ৬-৭ লক্ষ টাকার উদ্ধে। তিনি আরো জানান, রাত ৩ টার সময় মোবাইলের মাধ্যমে খবর পেয়ে দোকানে আসেন কিন্তু সেই সময় দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. ইলিয়াস সিএইচটি মিডিয়াকে বলেন, রাত ৩টা ৩০মিনিটের সময় রাঙামাটি ফায়ার সার্ভিস আগুনের খবর পান, ৩টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌছান, রাত ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনেন, আগুনে ক্ষয়ক্ষতি দেড় লক্ষ টাকা ও উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ টাকার মালামল।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. ইলিয়াস আরো বলেন, আগুনের সূত্রপাত কাজী ফার্মস কিচেন এর দোকান থেকে শর্ট সার্কেটের মাধ্যমে আগুন লাগে, তিনি আগুনে কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়