বুধবার ● ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সাংবাদিক সন্মেলন
পার্বত্য চুক্তির ১৯ বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের সাংবাদিক সন্মেলন
সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মি.) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ৩০নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
জেলা পরিষদ মিনি সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য রেমালিয়ান পাংখোয়া ও নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ।
সংবাদ সন্মেলনে বলা হয়, আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ১৯ তম বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সন্মেলনে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তির অন্যতম বিষয় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছে।
বৃষকেতু চাকমা বলেন, ভূমি কমিশনের কাজ বাস্তবায়নের জন্য প্রক্রিয়া চলছে। বর্তমান সরকারের সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তির পূর্নাঙ্গভাবে বাস্তবায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়