বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে রবিবার আধাবেলা হরতাল
গাবতলীতে রবিবার আধাবেলা হরতাল
বগুড়া প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকারের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার গাবতলী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ থানা তিনমাথা মোড়ে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা নাছিরুজ্জামান টিটো, নুরেজ্জামান সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী, যুগ্ম সম্পাদক রাহেনুর রহমান রায়হান, শরীফ, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম টিট, মিঠু পাইকার, সাইফুল হক সুফল, পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরন, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহাদত হোসেন ও যুগ্ম সম্পাদক স্বাধীন যুবলীগ নেতা মুন পাইকার প্রমূখ।
সমাবেশে বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে গ্রেফতারকৃত জাফরু পাইকারের মুক্তির দাবী জানান। সমাবেশ শেষে যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানা তিনমাথা মোড়ে উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খানের কুশপুত্তলিকা দাহ করে ও আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাবতলীতে আধাবেলা হরতাল ঘোষনা করে।
উল্লেখ্য, উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খানের বাদীত্বে ককটেল বিস্ফোরক মামলা ও উপজেলা ফুড অফিসার একেএম আজাদের বাদীত্বে ফুড অফিস ভাঙচুর মামলার ওয়ারেন্টমূলে পুলিশ গতবুধবার দুপুরে গাবতলী পুরান বাজার বন্দর যুবলীগের আঞ্চলিক কার্যালয় হতে জাফরু’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।





রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে