শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন
মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২ পৌঁষ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৪মি.) বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মান করছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য সবধরনের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বৃদ্ধি করে তা বাস্তবায়ন করছে।মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এ মুক্তিযোদ্ধা সন্তান বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণেই আজ আমি বড় অফিসার। দেশ স্বাধীন না হলে আমি হয়তো রাষ্ট্রের এতো গুরুত্বপুর্ণ পদে থাকতামনা।
১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে পাহাড়ী জনপদ খাগড়াছড়ির বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা কমিটির আহবায়ক ও মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইছ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর অআলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. আলী আশরাফ ও বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান প্রমুখ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানসহ আমন্ত্রিত অতিথিগণ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর