মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে মানববন্ধন চলাকালে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিয়েছে দুর্বৃত্বরা
খাগড়াছড়িতে মানববন্ধন চলাকালে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিয়েছে দুর্বৃত্বরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬পৌষ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় বিকাল ৫.০৩মি.) সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন চলাকালে পৌরসভার মেয়র রফিকুল আলম’র সন্ত্রাসী বাহিনীর প্রাণ নাশের হুমকির প্রেক্ষিতে খাগড়াছড়িতে কর্মরত ৩৫ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছে।
একই বিষয়ে সাংবাদিকরা স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: মজিদ আলীর সাথে স্বাক্ষাত করে বিষয়টি অবহিত করেছেন।
খাগড়াছড়ির প্রথম আলো ফটো সাংবাদিক নিরব চৌধুরীর উপর হামলার প্রতিবাদে ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকমহল । এসময় হঠাৎ করে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ব লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। এক পর্যায়ে সাংবাদিকদের মাইক কেড়ে নিয়ে মানববন্ধন থেকে মাত্র ৫থেকে ৭ গজ দুরে সমাবেশ করে। সমাবেশ থেকে এনটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. আবু দাউদ, এস এ টিভি’র প্রতিনিধি মো. নুরুল আজম ,চ্যানেল ২৪ ও সমকালের প্রতিনিধি প্রদীপ চৌধুরী ও একাত্তর টিভি’র প্রতিনিধি রূপায়ন তালুকদারসহ মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি ও উস্কানীমূলক শ্লোগান দেয়।
এদিকে মানববন্ধনের পর সকল সাংবাদিক খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা,জেলা প্রশাসক মো. ওযাহিদু জ্জামান এবং পুলিশ সুপার মো. মজিদ আলী’র সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন এবং জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক খাগড়াছড়ি মডেল থানায় সাধারণ ডায়রী করে। জিডি নং ১০১৮ তাং ২০/১২/২০১৬।
উল্লেখ্য যে গত রবিবার ১৮ ডিসম্বর প্রথম আলোর খাগড়াছড়ির ফটো সাংবাদিক নিরব চৌধুরী পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদার তার লোক দিয়ে ধরে এনে মেয়রের কাজে দেন। পরে এময়র তাকে শারীরিক নির্যাতন করে। পরে সহকর্মী সাংবাদিকরা নিরব চৌধুরী বিটনকে হাসপাতালে ভর্তি করান।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ