বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় দুর্নীতি বিরোধী তথ্য মেলা
বরগুনায় দুর্নীতি বিরোধী তথ্য মেলা
বরগুনা প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) বরগুনার শহীদ মিনার মাঠে শুরু হয়েছে দু’দিন ব্যাপি তথ্য মেলা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সনাক এ মেলার আয়োজন করেছে। মেলার মিডিয়া পার্টনার হচ্ছে লোকবেতার এফএম ৯৯.২। ২১ ডিসেম্বর বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক ড. মোহাম্মদ বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মো. শাহজাহান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো.হাসানুর রহমান ঝন্টু ও টিআইবি বরিশালের প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দিন। সভাপতিত্ব করেন, সনাক সভাপতি আলহাজ্ব আবদুর রব ফকির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য সুখরঞ্জন শীল ও ইয়েস সদস্য নিশাত জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন, সনাক সদস্য মনির হোসেন কামাল। আগামীকাল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনা।