বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজপুন্যাহ
বান্দরবানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজপুন্যাহ
 বান্দরবান প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) বান্দরবানে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায় উৎসব রাজপুন্যাহ মেলা। ২১ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যের ধারাবাহিক নিয়মে রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু রাজকীয় পোষাকে সজ্জিত হয়ে তরবারী হাতে বাদ্যের তালে তালে উজির নাজীর ও সৈন্য সামন্ত নিয়ে রাজার মাঠে নির্মিত রাজ সিংহাসনে আরোহন করেন। এসময় রাজা সিংহ খচিত সিংহাসনে বসে ১০৯টি মৌজার হেডম্যান, কারবারীসহ প্রজাদের কাছ থেকে অনুষ্ঠানিক খাজনা (কর) আদায়ের কার্যক্রম শুরু করেন।
১৭তম বোমাং রাজার ১৩৯তম রাজ পুন্যাহ মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার (এডাব্লিউডিসি পিএসসি), ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জোবায়ের ছালেহীন (এনডিইউ পিএসসি), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ গন্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ মেলা পার্বত্য এলাকার ঐতিহ্য। রাজার কার্যক্রমের সাথে সরকারের সম্পৃক্ততা রয়েছে। রাজা, হেডম্যান, কারবারীদের মাধ্যমে রাজস্ব কর (খাজনা) আদায় করে সেই অর্থ দিয়ে তিনি তার রাজ কার্য পরিচালনা করেন।
রাজার হাতে খাজনা আদায়ের অনুষ্ঠান এবং রাজাকে এক নজর দেখতে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লী থেকে হাজার হাজার নারী-পুরুষ বান্দরবানে অবস্থান নিয়েছে। এছাড়াও  রাজপুন্যাহ মেলা দেখতে বান্দরবানে ভীড় জমিয়েছে হাজার হাজার দেশী বিদেশী পর্যটক।
প্রতিবছরের ন্যায় এবছরও ৩দিন ব্যাপী রাজপুন্যাহ উপলক্ষে রাজার মাঠে বসেছে সার্কাস, মৃত্যুকুপ, হাউজি খেলা, পপসংগীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে মেলাকে ঘিরে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান