 
       
  রবিবার ● ১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে মৌসূমব্যাপী কৃষক সহায়তাকারীদের প্রশিক্ষণ কর্মশালা
রাঙামাটিতে মৌসূমব্যাপী কৃষক সহায়তাকারীদের প্রশিক্ষণ কর্মশালা

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা  পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে ও ড্যানিডার অর্থায়নে  ১নভেম্বর রবিবার সকালে রাঙামাটির আসামবস্তী প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ  কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য়  পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক  সহায়তাকারীদের ১০দিন ব্যাপী মৌসুমব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু আজ রবিবার থেকে হয়েছে ৷
অনুষ্ঠানে জেলা প্রানী সম্পদ অধিদপ্তর, হাঁস মুরগী খামার ও পির্গ  ফার্মের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা  পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন  করেন ৷
কৃষি সম্প্রসারন ও হর্টিকালচার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণ  কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা মত্স্য অধিদপ্তরের জেলা মত্স্য  কর্মকর্তা মো: আব্দুর রহমান, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরেরভেটেরিনারী সার্জন  ডা: দেবরাজ চাকমা, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ  ফয়সাল প্রমূখ ৷ স্বাগত বক্তব্য দেন সিএইচটিডিএফ-ইউএনডিপি কৃষি ও খাদ্য  নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) ডিস্ট্রিক্ট অফিসার সুকিরন চাকমা৷
প্রধান অথিতির বক্তব্যে রেমরিয়ানা পাংখোয়া বলেন, এই প্রকল্পের মাধ্যমে   প্রাকৃতিক সম্পদগুলো কাজে লাগিয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো  সম্ভব ৷ ১০ দিনের প্রশিক্ষনের পর কৃষক সহায়তাকারীদের মাধ্যমে কৃষকদের মাঝে  কৃষি বিষয়ে জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হবে৷ এই প্রকল্পের প্রধান হাতিয়ার কৃষক  সহায়তাকারী ৷ তাই অবশ্যই আগে কৃষক সহায়তাকারীরা দক্ষ হতে হবে ৷ শিখতে হলে জানতে  হবে ৷ অভিজ্ঞতাগুলো কাজে গ্রামে গিয়ে কাজে লাগাতে হবে ৷
সভাপতির বক্তব্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বর্তমান সরকার কৃষি বান্ধব  সরকার ৷ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি প্রচুর সম্ভাবনা ৷ এই অঞ্চল থেকে  কলা, আনারস ইত্যাদি বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে ৷ চট্টগ্রাম অঞ্চলে যদি  খাদ্য মজুদ রাখতে পারলে খাদ্য অনিরাপত্তা মধ্যে থাকবো না ৷ বাংলাদেশ সরকার  ভিশন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে৷  তারই ধারাবাহিকতায় ডানিডা অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য  নিরাপত্তা প্রকল্প কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে ৷
উল্লেখ,রাঙামাটির কাউখালী ও নানিয়ারচর উপজেলার মোট ৪২জন কৃষক  সহায়তাকারীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ৷ পর্যায়ক্রমে জেলার প্রতিটি  উপজেলার  কৃষক সহায়তাকারীদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে ৷
আপলোড : ১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.১৯ মিঃ

 
       
       
      



 ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন
    ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন     শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
    শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন     চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার     দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই     কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন     আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
    আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন     চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়     নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
    নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি     রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
    রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত     আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা
    আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা