রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জ পুলিশিং কমিউনিটি সমাবেশ
নবীগঞ্জ পুলিশিং কমিউনিটি সমাবেশ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে :: ২০ সেপ্টেম্বর : নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মুুনিম চৌধুরী বাবু বলেন- দেশের আইনশৃংলা উন্নয়ের জন্য পুলিশ বাহিনী
আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে ৷ ২০১৩ সালে দেশের অরাজকতা ও জঙ্গী তত্পরতা দমনে পুলিশ শক্ত হাতে হাল ধরে ছিল ৷ পুলিশের সাহসিকতার জন্যই দেশের আইনশৃংখলার উন্নয়ন ঘটে ৷ দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশের সাথে কাদে কাদ মিলে কমিউনিটি পুলিশের সদস্যদের কাজ করতে হবে ৷
তিনি শনিবার বিকেলে নবীগঞ্জ থানা কমপ্লেক্সে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন ৷
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নবীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের আহ্বায়ক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক মোঃ শহীদুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান (পিপিএম), হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এডিসি জেনারেল রোকন উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, চুনারুঘাট পুলিশিং কমিটির সভাপতি ও জেলা বারের পিপি আকবর হোসেন জিতু ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান ৷
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধের সংগঠন প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, শিক্ষ শামীম আহমদ চৌধুরী, উপজেলা জাপা সভাপতি ডাঃ আবূল খয়ের, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, হিন্দু বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু প্রমুখ ৷
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান (পিপিএম) বলেন- দেশের ১৬ কোটি লোকের জন্য মাত্র ১ লক্ষ ৬০ হাজার পুলিশ রয়েছে ৷ তাদের আন্তরিকতার জন্যই আজ দেশের আইনশৃংখলা নিয়ন্ত্রনে রয়েছে ৷ বিগত দিনে জামায়াত শিবিরের অরাজগতার তান্ডব নিয়ন্ত্রন করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে ছিল ৷ দেশের আইনশৃংখলা উন্নয়নে ও সিলেটের রাজন হত্যা কান্ডের বিষয়ে সাংবাদিকদের ভূমিকা ছিল সর্ব প্রথম ৷ সাংবাদিকদের কারণে আমারা অনেক অজানা তথ্য জানতে পারি ৷ সাংবাদিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন অপরাধ দমনে এবং মাদককে না বলতে পুশিশের সাথে সাংবাদিকদেরকে ও কাজ করতে হবে ৷ নবীগঞ্জের কমিউনিটি পুলিশিং এর প্রতিটি কমিটিতে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিবিদ, মসজিদের ইমাম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহন থাকবে ৷ তবে এসব কমিটিতে কোন রাজাকার বা রাজাকার প্রজন্মদের স্থান হবে না ৷ তিনি আরোও বলেন- আমার নাম নিয়ে থানায় তদবীর করতে আসলে তাকে আটক করে আমাকে ফোন করবেন ৷
হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন- এই সরকারের আমলে কিবরিয়া সাহেবের মতো লোককে হত্যা করা হয়নি ৷ ঘটেনি ২১ আগষ্টের মতো কোন ঘটনা৷ হবিগঞ্জে গ্রামে-গঞ্জে নেই হাঙ্গামা৷ মাদক সেবীদের এবং বিক্রেতাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ৷ কেউ পুলিশিং কমিটির নাম দিয়ে থানায় দালালি করতে পারবেননা ৷ অপরাধী যেই দলেরই হোক তার বিরোদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান প্রধান মন্ত্রীর নির্দেশ রয়েছে ৷ আইনশৃংখলা অমান্যকারী যদি সরকারী দলেরও হয় তার বিরোদ্ধেও ব্যবস্থা নিতে সরকারের নির্দেশ রয়েছে ৷
জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন- পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করার জন্য এবং সমাজের অপরাধ নিরমুলে পুলিশের সাথে কমিউনিটি পুলিশের সম্বনয় থাকতে হবে ৷ নবীগঞ্জ থানাকে দালাল মুক্ত করতে সমাজের সবাইকে এক সাথে কাজ করতে হবে ৷





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০