বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানির মৃত্যুবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানির মৃত্যুবার্ষিকী আজ

সিলেট প্রতিনিধি ::(৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২১মি.) ১৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী । দিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
পালিত কর্মসূচির মাধ্যে আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে হজরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন বঙ্গবীর ওসমানীর মাজারে ফাতেহা পাঠ, দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দরগাহ মসজিদের মিলাদ ও দোয়া মাহফিল।
এসব কর্মসূচিতে যথাসময়ে যথাস্থানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের জনসাধারণ। এছাড়াও সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরামের কর্মসূচি : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় হজরত শাহজালাল (রহ.) মাজারস্থ মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় নগরীর ৬ নম্বর সুরমা ম্যানশন ৩য় তলাস্থ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ‘ওসমানীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা।
এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গণদাবী ফোরামের সদস্যবৃন্দসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী অ্যাডভোকেট, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ।
উল্লেখ্য, বঙ্গবীর ওসমানীর পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়িতে খতমে কোরআন, মিলাদা মাহফিল ও শিরনিবিতরণ অনুষ্ঠিত হবে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন