রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা
কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা
 কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৩৯মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদরস্থ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল  শনিবার রাত্রে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে দাওয়াতি মেহমান হিসাবে ওয়াজ করেন, ঢাকা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা মো. ওমর ফারুক। ঢাকা মেফতাহুল উলুম মাদ্রাসার মুহাদ্দিছ  আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আনিছুর রহমান ও কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার  প্রতিষ্ঠাতা মোহতামিম (পরিচালক) মাওলানা মো. আমিনুর রছুল খাঁন প্রমুখ।
এ সময় বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কওমী ওলামা কল্যান পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রহিম, কাউখারী সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. গোলাম ফারুক, বেতছড়ি জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. ইছহাক, মদিনাতুল উলুম মাদ্রাসার  সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মো. ছানা উল্লাহ, মাদ্রাসার  শিক্ষা পরিচালক মাওলানা মো. এনায়েত ও মাওলানা মো. ইউসুফ।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ এই পৃথিবী সৃষ্ঠি করেছেন সেই সাথে আমাদের সৃষ্ঠি করেছেন এর ছেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। পৃথিবীর সৃষ্ঠির সেরা জীব হলো মানুষ এই মানুষের জন্যই আল্লাহ তায়ালা সব কিছু সৃষ্ঠি করেছেন। সেহুতু আল্লাহর নেয়ামত আমরা ভোগ করব সেই সাথে আল্লাহর সৃ‘ষ্ঠিও আমাদের আদায় করতে হবে।
যারা ইসলামের নামে জঙীবাদ করে ইসলাম ধর্মে তা সমর্থন করেনা। আল্লাহ তাদের সঠিক পথে চলার তৈৗওফিক দান করুন বলে বক্তারা ওয়াজ মাহফিল শেষে দোয়া করেন।

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান