রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » দরিদ্রতা ও অশিক্ষাই বাল্যবিবাহের অন্যতম কারণ : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
দরিদ্রতা ও অশিক্ষাই বাল্যবিবাহের অন্যতম কারণ : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
 গাজীপুর জেলা প্রতিনিধি ::  (৭ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৪৬মি.) মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দরিদ্রতা ও অশিক্ষাই বাল্যবিবাহের অন্যতম কারণ। দেশকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকার সচেষ্ট রয়েছে। ইতিমধ্যে এই সংশ্লিষ্ট আইন ও নীতি প্রণয়ন, পরিবর্তন ও সংযোজন করা হয়েছে।
তিনি ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এডুকো নির্মিত শিশুবান্ধব স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির প্রতিনিধি ও এনজিও কর্মীদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে খবর পেলে আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি। কিন্তু এখানে থেমে থাকলেই চলবে না। আমাদেরকে সমস্যার মূলে যেতে হবে। দেখতে হবে পরিবারটি কেন তার সন্তানকে বাল্যবিবাহ দিচ্ছে।
বিদ্যালয় পরিচালনার পরিষদের সভাপতি মনু হিউবার্ড ডোরেসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান, এডুকোর কান্ট্রি ডিরেক্টর মোঃ নিজাম উদ্দিন, প্রজেক্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুবকর মিয়া বাক্কুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

      
      
      



    গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে    
    গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল    
    আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল    
    রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন    
    গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’    
    গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা    
    বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন    
    গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ