মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » বৃষ্টির মধ্যেই দিবসের প্রথম প্রহরে সিলেটে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বৃষ্টির মধ্যেই দিবসের প্রথম প্রহরে সিলেটে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
 হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০২মি.) ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মহান একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বৃষ্টির চোখ রাঙ্গানোকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে শহিদ মিনার প্রাঙ্গন।
দিবসের প্রথম প্রহরেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
সন্ধ্যা থেকেই থেকে থেকে বৃষ্টি নগরীর স্বাভাবিক জীবনযাত্রায় ব্যঘাত ঘটায়। বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, চেম্বার অব কমার্স, জাসদ, বাসদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, দৈনিক সবুজ সিলেট, ইমজা, সাপ্তাহিক ইউনানী কন্ঠসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে প্রতিবছর পালন করা হয়। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা আরো অনেকেই।

      
      
      



    ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি    
    প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি    
    বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক    
    পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর    
    জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব    
    স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু    
    পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন    
    সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর    
    একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল    
    নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা