শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল করতে হবে
মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল করতে হবে

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল করতে হবে” এই ব্যানারে গত বৃহস্পতিবার পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলা পরিষদ বটমূলে অনুষ্ঠিত হয় সরকারী কর্মকর্তা-কর্মচারী অধিকার রক্ষ কমিটির প্রতিবাদ সমাবেশ৷ এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মামুন ইয়াকুব ৷
ছয়টি দাবী তুলে ধরে ঘোষণাপত্রে বলা হয়, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিত্সক এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬ টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের সমন্বয়ে গঠিত “প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি” একটি গণমুখী জনপ্রশাসন গড়ার লক্ষ্যে তিনদশক ধরে দাবি জানিয়ে আসছে ৷ বৃটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রশাসনিক ব্যবস্থা স্বাধীন বাংলাদেশে চলতে পারে না ৷ বঙ্গবন্ধু “চাকুরি (পুনর্গঠন শর্তাবলী) অ্যাক্ট ১৯৭৫” চালু করে সমতার ভিত্তিতে জনপ্রশাসন গড়ার দিকনির্দেশনা দেন৷ বঙ্গবন্ধুর মৃত্যুর পর কিছু যুগোপযোগী জনপ্রশাসন গড়তে সুবিধাবাদী আমলা প্রতিবন্ধক হিসেবে কাজ করে ৷
১৯৯৭ সালে ১৪ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠিত হয় ৷ এ কমিশন ২০০০ সালের ২৫ জানুয়ারি ১৯৭টি সুপারিশ দিয়ে পাঁচখন্ডের প্রতিবেদন দাখিল করে ৷ পরবর্তী সরকার এ প্রতিবেদন বাস্তবায়ন করেনি ৷ আমলাদের কারণে এ প্রতিবেদন এখনো আলোর মুখ দেখছেনা। জাতীয় বেতনস্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের বিরাজ করছে বলে ঘোষণাপত্রে দাবী করা হয় ৷
ঘোষণাপত্রের দাবীগুলো হচ্ছে- ১. মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সকল পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার অফিসার পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়া, ২. ৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ এ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা, ৩. আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন করা, ৪. নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল, ৫. সকল ক্যাডার ও ফাংশনাল সাভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান, ৬. উপজেলা পরিষদকে কর্যকর করার নামে কর্মকর্তাদের অসম্মান ও ন্যায্য অধিকার হতে বঞ্চিত না করা ৷
মন্ত্রীপরিষদ বিভাগের জারী করা ৪০২ নম্বর আদেশ বাতিল দাবীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রিজওয়ানুর রহমানকে সভাপতি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মামুন ইয়াকুবকে সাধারণ সম্পাদক ও উপজেলা মত্স্য অফিসার গোলাম মর্তুজাকে কোষাধ্যক্ষ করে ১৬ সদস্যের একটি কমিটি গঠিত হয় ৷
আপলোড : ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৩ মিঃ





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ