বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মারামারি মামলায় সিলেটে একই পরিবারের ৩ জন কারাগারে
মারামারি মামলায় সিলেটে একই পরিবারের ৩ জন কারাগারে
সিলেট প্রতিনিধি :: (২৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৯মি.) সিলেটের বিশ্বনাথে সাংবাদিকের দায়ের করা মারামারি মামলায় সিলেট জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুলসহ একই পরিবারের ৩জনকে জেলহাজতে পাটিয়েছেন আদালত।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট কাকন দে’র আদালতে স্ত্রী ও ভাইবোনসহ ৪জন হাজিরা দেন।
এসময় ইমরান হোসেন বাবুলের স্ত্রী মনোয়ারা পাখিকে বাদ দিয়ে তার ছোটভাই কামরুল হাসান জয়নাল ও ছোটবোন রাজবিন আক্তার সুমিসহ ৩জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
ইমরান হোসেন বাবুল বিশ্বনাথ উপজেলার রামাপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বিশ্বনাথের পুরনাগাঁওয়ে তুচ্ছ ঘটনার জেরে আপন চাচাতো ভাইদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে ইমরান হোসেন বাবুল পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষের সেলিম
আহমদসহ ৪জন গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ ১৫দিন হাসপাতালে কাতরানোর পর কিছুটা সুস্থ হন। ঘটনার দুইদিন পর গত ২৭ সেপ্টেম্বর রাতে আহত সেলিমের ছোটভাই সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে ইমরান হোসেন বাবুলসহ ৪জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন, মামলা নং ২০।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই