বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিয়মিত ছাত্রদের নেতৃত্ব দেয়া হবে
নিয়মিত ছাত্রদের নেতৃত্ব দেয়া হবে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস হচ্ছে-গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য মন্ডিত। ১৯৪৮ সাল থেকে অদ্যবধি দেশ ও জনগনরে স্বার্থরক্ষার্থে প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ অগ্রহী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প-৪১ বাস্তবায়নের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদেরকেই সততা ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, নিয়মিত ছাত্রদের খুজে বের করে নেতৃত্ব তুলে দেয়া হবে। তাদের বয়স হতে হবে ২৯ বছরের ভিতরে। এক্ষেত্রে সাংগঠনিকভাবে দক্ষ-যোগ্য ছাত্রদের হাতে ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেয়া হবে। আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
তিনি বিশ্বনাথে ১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহমদ সামাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমনের সভাপতিত্বে ও মুহিবুর রহমান সুইট এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুহেল আহমদ মুন্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা সায়েদ আহমদ, কাওছার আহমদ। অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ