সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
কাউখালীতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৮মি.) কাউখালী উপজেলায় থানার পিছনে তাহেরীয়া রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার নতুন পাকা ভবন রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে নির্মান কাজের ভিত্তি প্রস্থর উদ্ভোধন ২০ মার্চ সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার নতুন পাকা ভবনের ভিত্তি প্রস্থর প্রধান অতিথি কর্তৃক উদ্ভোধন শেষে এক আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইছহাক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি অংসুই প্রু চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার ও কাউখালী উপজেলা চেয়ারম্যান ক্যাজাই মারমা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা মো. সাইফুল ইসলাম, মাদ্রাসার ভুমি দাতার ছেলে মো. মনির হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক হাজি মো. ওমর ফারুক তালুকদার ও শিক্ষক মো. জাহেদ।
উল্ল্যেখ্য যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২০১৭-২০১৮ অর্থ বছরের বরাদ্ধ হতে তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার নতুন পাকা ভবন এক তলা নির্মানের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন