বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুশিক্ষিত না হলে দেশ জাতির উন্নয়ন সম্ভব নয়
সুশিক্ষিত না হলে দেশ জাতির উন্নয়ন সম্ভব নয়
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত না হলে দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। তাই লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অবহেলার করলে, চলবে না। শিক্ষার্থীরা যাতে সঠিক ভাবে জ্ঞান-অর্জন করতে পারে সেজন্য শিক্ষকদেরকেই দায়িত্বশীল হতে হবে। এক্ষেত্রে শিক্ষকদেরকে অবহেলা করলে চলবে না। শিক্ষার্থীরা যাতে ছাত্রাবস্থায় হাতের কাছে মোবাইল না পায় সেদিকে অভিভাবকদেরকে সচেতন থাকতে হবে।
তিনি সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ৩৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান অতিথি আরোও বলেন, বাঙালীরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের বুকে স্বাধীন ভাষা হিসেবে ‘বাংলা ভাষা’কে প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠার ফলে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই দেশ উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছেন।
বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল আহমদ মতছিন’র সভাপতিত্বে এবং অধ্যক্ষ আবদুল মুকিদ ও শিক্ষক বিল্লাল হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সুষমা সুলতানা রুহী, যুক্তরাজ্য প্রবাসী সায়েস্তা মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজাদ মিয়া, দেওকলস ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার খায়রুল আমীন আজাদ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বার্ষিক প্রকাশনা ‘সূচনা’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট লুৎফুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয় ও কলেজ’র শিক্ষার্থী শামীমা খানম শাম্মী ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া। মানপত্রপাঠ করেন রেবিন আহম রনি, তানজুমা খানম, তামান্না বেগম। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সিলেট থেকে আগত কন্ঠশিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশনা করেন জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সুষমা সুলতানা রুহীও।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মদরিছ আলী, সাবেক সদস্য সুন্দর আলী, বর্তমান সদস্য সিরাজ মিয়া, নজির আহমদ, বিশ্বনাথ সদর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার জহুর আলী, জেলা জাতীয় পার্টি নেতা আবদুর রব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জবেদুর রহমান মেম্বার, যুগ্ম সম্পাদক এএইচএম ফিরুজ আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সহ প্রচার সম্পাদক বসির আহমদ, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, মামুনুর রশীদ মামুন, আক্তার হোসেন সাহেদ, সংগঠক আঙ্গুর মিয়া, নুরুল ইসলাম খান, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মতিন, যুবলীগ নেতা সঞ্চিত আচার্য্য, সুহেল আহমদ তালুকদার, রুহেল খান, ছাত্রলীগ নেতা নাসির আহমদ, সালমান হোসেন রাব্বী প্রমুখ।





জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে