শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেটের জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডো
সিলেটের জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডো
সিলেট প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি.) সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’র অভিযানস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।
২৪ মার্চ শুক্রবার রাত পৌনে আটটার দিকে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এর সামনে উপস্থিত হয় প্যারা-কমান্ডো সদস্যরা।
এর আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে পুরো বাড়িটি ঘেরাও করে রাখে বিশেষায়িত সোয়াত টিম। শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সোয়াট টিমের সদস্যরা।
সম্ভাব্য আহতদের দ্রুত হাসপাতালে নিতে ইতোমধ্যেই বাড়িটির পাশে অবস্থান নিয়েছে দু’টি অ্যাম্বুলেন্স।
এর আগে বিকেল ৩টা ৫১ মিনিটে বাড়ির চারপাশে অবস্থান নেন ঢাকা থেকে আসা পুলিশের সোয়াট টিমের সদস্যরা।
অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টা ৫৭ মিনিটে বাড়িটির সামনে অবস্থান নেয় অ্যাম্বুলেন্স দু’টি। ধারণা করা হচ্ছে অভিযানের সময় সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে সেখানে অবস্থান নেয়া জঙ্গিরা।
উল্লেখ্য , ২৩ মার্চ বৃহস্পতিবার রাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কাউন্টার টেরোরিজম ইউনিটের তথ্যমতে জঙ্গি আস্তানার সন্ধান পান।

২৪ মার্চ শুক্রবার ভোররাতে আইন শৃংখলা বাহিনী জঙ্গি আস্তানা ঘিরে রাখে। দিনে দফায় দফায় জঙ্গিদের আত্মসমর্পনের আহবান জানালে প্রতিত্তোরে জঙ্গিরা সোয়াতকে পাঠানোর হুমকি দেয় । তারা আরোও বলে, আমাদের হাতে সময় কম। আমরা আল্লাহর সৈনিক ও তোমরা শয়তানের অনুসারী।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা