শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় বিমানবন্দরের সামনে আত্মঘাতী হামলা
ঢাকায় বিমানবন্দরের সামনে আত্মঘাতী হামলা
অনলাইন ডেস্ক :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) র্যাবের ব্যারাকে হামলার এক সপ্তাহের মাথায় কঠোর নিরাপত্তার মধ্যেই দেশের অন্যতম স্পর্শকাতর এলাকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকার পুলিশ বক্সে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার জানান,২৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই ‘হামলার ঘটনা’ ঘটে।
তিনি বলেন, “বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা গেছে।”
কোনো পুলিশ সদস্য এ ঘটনায় হতাহত হননি বলে এপিবিএন এর এই কর্মকর্তা জানান।
গত ১৭ মার্চ আশকোনায় র্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় মাত্র কয়েকশ মিটার দূরে বিমানবন্দর এলাকায় আবারও একই ঘটনা ঘটল।
র্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণকে জঙ্গি হামলা বলেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। বিমানবন্দরের সামনে চেকপোস্টের এই ঘটনায় কারা জড়িত- সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “মূল সড়কে এক ব্যক্তি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। আমরা ধারণা করছি ওই ব্যক্তি বোমা বহন করছিল।”ঘটনার সময় ওই এলাকায় থাকা এক ব্যক্তি জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে পুলিশ ও সেনা সদস্যদের ওই গোলত্ত্বর এলাকায় জড়ো হতে দেখেন।
খবর পেয়ে সেখানো পৌঁছানো একজন আলোকচিত্রী জানান, পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে। সাংবাদিকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
‘আত্মঘাতী’ ব্যক্তির লাশ সেখানেই রয়েছে বলে জানান ওই আলোকচিত্রী। সূত্র: বিডিনিউজ।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪