মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে এনজিও’র উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক প্রি-স্কুল টেকসই করনে কর্মশালা
রাঙামাটিতে এনজিও’র উদ্যোগে মাতৃভাষা ভিত্তিক প্রি-স্কুল টেকসই করনে কর্মশালা

ষ্টাফ রিপোর্টার :: সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বেসরকরী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের শিশুর ক্ষমতায়ন প্রকল্প’র আওতায় মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষার প্রি-স্কুলসমূহকে টেকসইকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের দক্ষতা উন্নয়নে ৯-১০নভেম্বর ২দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে সোমবার সকালে শুরু হয়েছে ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রানী সম্পদ বিভাগের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন৷ কর্মশালায় সভাপতিত্ব করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ৷ বিশেষ অতিথি হিসেবে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম, আশিকার প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা উপস্থিত ছিলেন ৷
কর্মশালার উদ্ধোধনকালে প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিশুর প্রারম্ভিক শিক্ষাটা মাতৃভাষায় হওয়া অত্যন্ত জরুরী ৷ পার্বত্য অঞ্চলের একজন পাংখোয়া সম্প্রদায় হিসেবে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব কতটুকু তা আমি উপলব্ধি করতে পারি ৷ বিশেষ করে পার্বত্য অঞ্চলের স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইনা এ ভাষাগত কারণে ৷ আশিকার প্রকল্পের মাধ্যমে এ জেলার শিশুরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণে উত্সাহিত হওয়ার পাশাপাশি আগামীতে আরও স্কুলমূখী হবে ৷ শিক্ষার উন্নয়নে কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ প্রদানেরও আহ্বান জানান তিনি ৷
সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশেষ অতিথি বক্তব্যে বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষা শিশুর প্রারম্ভিক শিক্ষা গঠনে বিরাট গুরুত্বপুর্ণ পালন করে ৷ এ জেলায় এসে প্রায় সকল ধর্মালম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ এবং নতুন অভিজ্ঞতা ও হয়েছে৷ তিনি বলেন, আশিকার প্রকল্পের শিক্ষার্থীদের সহায়তার জন্য যতটুকু সম্ভব জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে সহায়তা করা হবে ৷
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.০০ মিঃ





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা