রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে কৃষক হত্যার বিচারের দাবিতে মিছিল
বিশ্বনাথে কৃষক হত্যার বিচারের দাবিতে মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি ::(১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৫৬মি.) বিশ্বনাথে নিহত কৃষক আব্দুল খালিক হত্যার বিচার ও ফাঁসির দাবিতে রাজনগর ও মোল্লারগাঁও গ্রামবাসি উদ্যোগে গড়কাল শনিবার বিকেলে উপজেলা সদরে মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এলাকার মুরব্বী মজ্জুর আলীর সভাপতিত্বে ও সালমান রব্বানীর পরিচালনায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী মজম্মিল আলী, আবদুল হাই, ছবুর মিয়া, নূর হোসেন, চেরাগ আলী, ইংরেজ আলী ও আকবর আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মুরব্বী ইলিয়াস আলী, আবদুস শহিদ, ওয়াহিদ আলী, রইছ আলী, মনাফ মিয়া, শফিক মিয়া,চেরাগ আলী, কামাল মিয়া, জালাল মিয়া, গফ্ফার মিয়া, হারিছ আলী, চুরাব আলী ও তছলিম আলী প্রমূখ
সভায় বক্তারা বলেন, নিরিহ কৃষককে যারা হত্যা করেছে তাদের অবিলম্ভে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শান্তি দিতে হবে। হত্যাকারী তাজির আলীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসেনর প্রতি জোর দাবি জানান। অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তারা হুসিয়ারী উচ্চারণ করেন।
প্রসঙ্গত, গত বৃস্পতিবার উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী ও রাজনগর মোল্লারগাঁও গ্রামের কৃষক আবদুল খালিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবদুল খালিক গুরুতর আহত হন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট ওসমানীন হাসপাতালে মারা যান। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে