মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট নগরীতে শিক্ষা প্রতিষ্ঠানে বোমাসদৃশ বস্তু
সিলেট নগরীতে শিক্ষা প্রতিষ্ঠানে বোমাসদৃশ বস্তু
সিলেট প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) সিলেট নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম-এর শাহীঈদগাহস্থ কলেজ ক্যাম্পাসে বোমা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটি বোমা নাকি অন্য কিছু, তা এখনও নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা।
২৫ এপ্রিল মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনের সিড়িতে বোমাসদৃশ বস্তু দেখতে পান কলেজ কর্তৃপক্ষ। বোমাসদৃশ বস্তুটি ঘিরে স্কলার্সহোম স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পুলিশ ও র্যাবের টিম ঘিরে রয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা খবরটি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে স্কলার্সহোম-এর শাহীঈদগাহস্থ কলেজ ক্যাম্পাসে বোমা সাদৃশ্যের বস্তুর দেখতে পান কর্তৃপক্ষ । স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে বিষয়টি র্যাবের বোমানিষ্ক্রিয়করণ টিমকে অবহিত করা হয়। র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জেদান আল মুসা বলেন, বস্তুটি বোমা নাকি অন্য কিছু, তা আমরা এখনও (বেলা সাড়ে ১২টা পর্যন্ত) নিশ্চিত হতে পারিনি। জেদান আল মুসা আরো জানান, র্যাবের একটি টিমও স্কলার্সহোম ক্যাম্পাস পরিদর্শন করেছে। র্যাবের বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে তাঁরা বিষয়টি দেখছেন।
স্কলার্সহোম কলেজ সূত্রে জানা গেছে, প্রথম সাময়িক পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষ্যে আজ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১ টার দিকে বোমা সদৃশ বস্তুটি শিক্ষার্থীরা দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন