বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » ঝালকাঠি » পুলিশি বাধাঁয় পন্ড ঝালকাঠি যুবদলের বিক্ষোভ মিছিল
পুলিশি বাধাঁয় পন্ড ঝালকাঠি যুবদলের বিক্ষোভ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) ঝালকাঠি জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়। বিএনপি সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা যুবদল। ৩ মে বৃধবার সকাল সাড়ে ১০ টায় শহরের কামারপট্টিস্থ জেলা যুবদলের কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসমাজকল্যান বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক শামীম তালুকদার, সদর উপজেলা সভাপতি শওকত হোসেন খোকন মল্লিক, সাধারন সম্পাদক আনিচুর রহমান পান্নু, শহর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান ফরাজী, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বাবু, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, শহর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, নলছিটি উপজেলা যুবদল সভাপতি মাসুম শরীফ প্রমুখ। সমাবেশ শেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বের হয়ে মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলটি বের করে একটু সামনে এগুলেই পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ও নেতাকর্মীরা কিছুক্ষণ ধস্তাধস্তির পরে বিক্ষোভ সমাপ্ত ঘোষণা করেন জেলা সভাপতি এম কামরুল ইসলাম। তিনি জানান, আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের চেষ্টা করছি। পুলিশ তাতে বাধা দিয়ে আমাদের কর্মসূচী পালন করতে দেয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দায়িত্বরত সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত বলেন, ঘরের মধ্যে যাই করুক রাস্তায় বিক্ষোভ কর্মসূচী পালনের অনুমতি না থাকায় তাদের বিক্ষোভ করতে দেয়া হয় নি।





ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো
ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝালকাঠি টিটিসির সাফল্য : সারাদেশে তৃতীয় স্থান
ঝালকাঠিতে সাবেক যুবদল নেতার ওপর পরিচ্ছন্নতা কর্মীদের হামলা অভিযোগ
ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ