বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাজেকের খরাপীড়িতদের মাঝে রাঙামাটি জেলা পরিষদ
সাজেকের খরাপীড়িতদের মাঝে রাঙামাটি জেলা পরিষদ
ষ্টাফ রিপোর্টার :: (২১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ সহায়তা হিসেবে খরাপীড়িত মানুষের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ১০ মেট্রিক টন খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে ।
৪মে বৃহস্পতিবার সকালে রুইলুই পাড়ায় এ খাদ্যশষ্য বিতরণ করা হয়।

খাদ্যশষ্য বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সবির কুমার চাকমা, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, বাঘাইছড়ি উপজেলা পরিষদ পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, সুমিতা চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্যরা বলেন, যে কোন সংকট সাহসীকতার সাথে মোকাবেলা করতে হবে। যে কোন প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদ আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে উল্লেখ করে সদস্যবৃন্দরা বলেন, দূর্গম এলাকার কোন মানুষ যাতে না খেয়ে না থাকে এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মনোবল না হারিয়ে ধৈয্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা