বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত
পানছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত
পানছড়ি প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) দীর্ঘ দিনপর ভিন্ন আমেজে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নিয়মতান্ত্রিকভাবে উপজেলা পরিষদের মাসিক সমস্বয় সভা অনুষ্টিত হয়েছে। পূর্ব ঘোষনা অনুযায়ি ১১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়।উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা‘র সভাপতিত্বে সভায় ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং ইউপি চেঙ্গী চেয়ারম্যান কাঁলা চান চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা সকল প্রকার সমস্যা সমাধান এবং উন্নয়ন কল্পে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে নবাগত উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, অতীতে কি হয়েছে সেটা আমি বলতে চাই না। আমি সকলের সাথে সু-সম্পর্ক রেখে কাজ করতে চাই। আগের কর্ম স্থলে আমি সে ভাবেই কাজ করেছি। আশা রাখি কোন ধরনের ভুল বুঝাবুঝি এখানেও হবে না। তবে অনেক কর্মকর্তা আছেন কেউ ইউএনও আবার কেউ উপজেলা চেয়ারম্যান মহোদয়ের পাশে গিয়ে ভুল বুঝায় এবং জটিলতা সৃষ্টি করে। আপনারা যেন সেটা না করেন। তার পরও যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আমরা বসেই ঠিক করে নেবো।
চেয়ারম্যানসহ উপস্থিত সকল কর্মকর্তা এই বক্তব্য উপজেলা উন্নয়ন এবং একের প্রতি অন্যের ভালবাসার নির্দশন বলে মনে করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার উন্নয়ন তরান্বিত করার আহ্বান জানান।
উপস্থিত সকল কর্মকর্তাগণ এই সভা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অনেক দিন পর উপজেলা পরিষদে প্রাণ ফিরে পেয়েছে। এ ধারা অব্যাহত রাখার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকবো। আলোচনা সভা শেষে দুপুরের খাবার এর আয়োজন করা হয়। এর আগে কোন উপজেলা নির্বার্হী কর্মকর্তা খাবারের আয়োজন করেননি।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন