রবিবার ● ২৮ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বৃদ্ধ বাবা ও মেয়েকে প্রকাশ্যে হাতুড়িপেটা
বৃদ্ধ বাবা ও মেয়েকে প্রকাশ্যে হাতুড়িপেটা
পটুয়াখালী প্রতিনিধি ::(১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪১মি.) প্রকাশ্যে বেধড়ক হাতুড়িপেটা করে গুরুতর জখম করা হয়েছে ৭০ বছরের বৃদ্ধ শাহআলম হাওলাদার ও তার মেয়ে কল্পনাকে (৪০)। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়, ২৭ মে শনিবার শেষ বিকেলে বাবা ও মেয়েকে দুই দফা হাতুড়িপেটা করা হয়। প্রথম দফা কল্পনা ও তার বাবাকে মধুপাড়া বাজারে ফেলে এবং দ্বিতীয়দফা বালিয়াতলী খেয়াঘাটে ফের শাহ আলমকে মারধর করা হয়। তাদের হাত-পা, বাহু, হাটুতে মারাত্মক জখম করা হয়েছে। শুধু তাই নয়, মারধরের কবল থেকে রক্ষায় দৌড়ে বৌদ্ধ পাড়া গ্রামের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ রবিবার ভোর রাতে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
কল্পনার চুরি হওয়া দেড় লক্ষাধিক টাকার দু’টি দুধের গাইয়ের খোঁজ করতে বাজারে গেলে কল্পনা ও তার বাবাকে এমন বেধড়ক মারধর করা হয়।
এ ঘটনায় বালিয়াতলী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এবিএম হুমায়ুন কবিরের ছেলে সুমন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামালের ছেলে পিয়ার ওরফে মধুকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শাহ নেওয়াজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। কল্পনা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার বাড়ির সামনে থেকে দুধের গাই দুটি সুমন এবং মধুর যোগসাজশে আট-দশ সন্ত্রাসী ২৭ মে শনিবার দুপুরে নিয়ে যায়। এ খবর জানতে পেরে কল্পনা সুমনের অপর চাচা জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদারকে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান তিনি বাজারে গরু খোঁজার জন্য বলেন। কল্পনা সেখানে গরুর খোঁজ পেয়ে আনতে গেলে মারধর হামলার শিকার হন। এব্যাপারে জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যাদের সঙ্গে সমস্যা হয়েছে তারা আমাদের নিজস্ব লোকজন। বিষয়টির সুষ্ঠু সমাধান দেয়ার চেষ্টা চলছে।

      
      
      



    ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি    
    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১    
    নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন    
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ    
    ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার    
    মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২    
    আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ    
    নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং    
    লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ    
    মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪