বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ক্ষুদে শিল্পী আদর্শী চাকমাকে আর্থিক সহায়তা প্রদান
রাঙামাটিতে ক্ষুদে শিল্পী আদর্শী চাকমাকে আর্থিক সহায়তা প্রদান
ষ্টাফ রিপোর্টার :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) রবীন্দ্র সংগীতে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করায় আদর্শী চাকমাকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১জুন বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে পরিষদের পক্ষ থেকে আদর্শী চাকমা ও তার পরিবারের হাতে আর্থিক সহায়তার ৪০হাজার টাকার চেকটি তুলে দেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
উল্লেখ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী রাঙামাটির আয়োজনে অনুষ্ঠিত রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে জেলা ও জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলের ৫ম শ্রেণী ও রাঙামাটি শিল্পকলা একাডেমী সঙ্গীত বিভাগের ২য় বর্ষের ছাত্রী আদর্শী চাকমা।
সারাদেশ থেকে জাতীয় পর্যায়ে ১২৮জন প্রতিযোগী অংশগ্রহন করে এবং তার মধ্য থেকে আদর্শী চাকমা ১ম স্থান অধিকার করে রাঙামাটি জেলার নাম মুখ উজ্বল করে।
উল্লেখ্য,গত ১৩মে ঢাকা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি’র কাছ থেকে স্বর্ণ মেডেল ও সনদপত্র পুরস্কার গ্রহণ করে আদর্শী চাকমা। শহরের টিটিসি রোড এলাকার বিমল কান্তি চাকমার কন্যা আদর্শী চাকমা।





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম