বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ময়মনসিংহ অঞ্চলে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন
ময়মনসিংহ অঞ্চলে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন
ময়মনসিংহ অফিস :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ময়মনসিংহ অঞ্চলে চলতি মৌসুমে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ময়মনসিংহ জেলার ভালুকা, গফরগাঁও, ত্রিশাল,ফুলবাড়ীয়া, মুক্তাগাছা’র গড় অঞ্চল ছাড়াও নান্দাইলি ঈশ্বরগঞ্জ, গৌরীপুর,ফুলপুর, তারাকান্দা ও সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হওয়ায় ধুম পড়েছে গাছ থেকে কাঁঠাল সংগ্রহ ও বাজারে এনে বিক্রির।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাতেই প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে প্রায় সোয়া দুই লাখ গাছে এবার কাঁঠাল ধরেছে। ফুলবাড়ীয়া এবং মুক্তাগাছা উপজেলার চেচুয়া,বিন্নকুড়ি, নালিখালি, বিন্নাকুড়ি, দুল্লা, কালিবাড়ি, গাবতলী, ঘোগা, কাঠবওলা, পাহাড়পাবইজান, কমলাপুর, পোড়াবাড়ি, দাওগাও, বনবাংলা, কাশিমপুর, কালিবাড়ি, কাতলশাহ, খুকশিয়া ও খেরুয়াজানি ঘুরে দেখা গেছে গাছে গাছে ঝুলছে কাঁঠাল আর কাঁঠাল।
বাজারে প্রকার ভেদে প্রতিটি কাঁচা ও পাকা কাঠাল ৪০ টাকা থেকে ১শত টাকায় মধ্যে বিক্রি হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা ময়মনসিংহের বিভিন্ন হাট বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন ।
কৃষি বিভাগ, কাঁঠাল ও পুষ্টি বিশেষজ্ঞ সূত্রে জানা যায়, খাদ্যমানে, কাঁচা কাঠাল ,মোচা, বীজ সবই উত্তম খাবার। এতে রয়েছে শ্বেতসার, আমিষ, ভিটামিন ও খনিজ লবণ।
কাঁঠাল ক্রাড়ীয় ও উপক্রাড়ীয় এলাকায় ভাল ফলে, ঊষ্ণ ও আর্দ্র আবহাওয়া কাঠাঁল চাষের জন্য উপযোগী। খুব বেশি খরা এবং ঠান্ডা কাঁঠালের জন্য ক্ষতিকর। ময়মনসিংহ কাঁঠাল চাষের জন্য বিখ্যাত স্থান।





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত