মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » পর্যটন » চাটমোহর- হান্ডিয়াল সড়কে বিনোদন পিয়াসীদের উপচে পরা ভীড়
চাটমোহর- হান্ডিয়াল সড়কে বিনোদন পিয়াসীদের উপচে পরা ভীড়
ইকবাল কবীর, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) দূর্ভোগ উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে স্বজনদের সাথে ঈদ করতে ঘরে ফিরে চাটমোহরের মানুষ। ঈদের নামাজ শেষে বিকেলে স্বজনসহ ঈদ আনন্দ উপভোগে চাটমোহর- হান্ডিয়াল সড়কে নারীর টানে ঘরে ফেরা বিনোদন পিয়াসীদের উপচে পরা ভীড় লক্ষ্য করা যায় যা এখনো অব্যাহত আছে। দুপুর পার হতে না হতেই রোদের তীব্রতাকে উপেক্ষা করে চাটমোহরের প্রায় সব এলাকার মানুষ সমবেত হচ্ছে চাটমোহর- হান্ডিয়াল সড়কের বওশা ব্রীজ থেকে হান্ডিয়াল ব্রীজ পর্যন্ত কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায়। নদী খাল বিল বেষ্টিত এ এলাকার প্রাকৃতিক সৈন্দর্য উপভোগ করতে ক্রমশই বাড়তে থাকে মানুষের ভীড়। প্রতিদিন সন্ধ্যার পূর্ব মুহুর্তে পুরো এলাকা রূপ নিচ্ছে জন সমুদ্রে। চাটমোহর, ভাঙ্গুড়া, তাড়াশসহ আশপাশ এলাকার মানুষ কার, মাইক্রোবাস, ভ্যান, অটোভ্যান, মোটর সাইকেল, ট্রাক, রিকসা, পায়ে হেটে, সাইকেল যোগে উপভোগ করছে বিস্তীর্ণ এলাকার সৈন্দর্য। রাস্তার দুইপাশে বিস্তীর্ণ জলরাশি। কোথাও শস্য ক্ষেত। শ্বেত শুভ্র পানি, সবুজ ফসলের মাঠ, মাথার উপরে দুরন্ত মেঘের ছুটোছুটি, পূবালী বাতাস যেন মনকে ক্ষনিকের জন্য হলেও উদাস করে দেয়।
রাজশাহী থেকে পিত্রালয় চরসেন গ্রামে ঈদ করতে আসা জুলেখা খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চাটমোহরে বিনোদনের তেমন কোন যায়গা নেই। বওশা থেকে হান্ডিয়াল পর্যন্ত পুরো এলাকার প্রাকৃতিক সৈন্দর্য উপভোগের জন্য মানুষ এখানে আসে। তবে কোথাও বসার কোন ব্যবস্থা নেই। রাস্তার দুই পাশে মাঝে মধ্যে বসার আসন, প্রয়োজনীয় পাবলিক টয়লেট, পানি ও সড়ক বাতির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি। বিনোদন প্রেমীরা জানান, কেবল ঈদ নয় পুরো বর্ষা মৌসুমে এলাকাটির সৈন্দর্য উপভোগ করতে জনসমাগম হয়। তাই এ এলাকার সৈন্দর্য বর্ধণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন উচিত।





পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত
পর্যটন শহর রাঙামাটিকে আধুনিকায়ন করতে নতুন প্রকল্প : হাবীব আজম
পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
রাঙামাটির সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো
মিরসরাইয়ের রূপসী ঝর্নার কুপে ডুবে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু