মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই
অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৫মি.) বিশ্বনাথে অগ্নিকান্ডে এক দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশের এসআই কামরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ১০ জুলািই সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের দিনমজুর ফরুক মিয়ার বসত ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে ফরুক মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী জুলেখা বিবি তার দুই ছেলে সানি মিয়া ও সাফি মিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়ইটা কিংবা ৩টার দিকে আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশ লোকজন ও থানা পুলিশ এসে আগুন নিভাতে সাহায্য করেন। কিন্তু এরআগেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চালের টিন, ঘরে থাকা হাস-মোরগ, স্বর্ণালংকার, জায়গা জমির দলিলপত্র, টেলিভিশন, ডিভিডি, টেপ রেকর্ডারসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
ফরুক মিয়ার ভাগিনা জাহান মিয়া ও ফরুখ মিয়ার স্ত্রী জুলেখা বিবির দাবি রাতের আধারে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে মারতে বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তবে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কামাল হোসেন এ অগ্নিকান্ডকে রহস্যজনক দাবি করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে এসআই কামরুল ইসলাম রাতের আধারে কে বা কাহার আগুন লাগিয়ে দিয়েছে তা জানাযায়নি। তবে তিনিসহ গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে সহযোগীতা করেছেন বলেও জানান তিনি।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০