শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ভালুকায় ১৫ কোটি টাকা মূল্যের জবর দখল হওয়া বনভূমি উদ্ধার
ভালুকায় ১৫ কোটি টাকা মূল্যের জবর দখল হওয়া বনভূমি উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি) ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় ৫ একর বন বিজ্ঞপ্তিত জমি স্থানীয় বন বিভাগ উদ্ধার করে চারা রোপন করেছে ।
২২ জুলাই শনিবার সকালে মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় ৫ একর বন বিজ্ঞপ্তিত জমিতে এ চারারোপন করা হয়
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় ৫ একর বন বিজ্ঞপ্তিত বন ভূমি বেদখলীয় ছিল যার বর্তমান মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। হবিরবাড়ী বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরীর নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা শেখ আব্দুল কাদির, ও হবিরবাড়ী বিটের বন প্রহরীগণ উদ্ধার অভিযানে অংশ নেন।
বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরী জানান, বন বিজ্ঞপ্তিত প্রায় ৫ একর বন ভূমি স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছিল। শনিবার বন বিভাগ ওই জমি উদ্ধার করে সরকারের বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে ৫ হাজার আকাশ মনির চারা রোপন করেছেন। প্রত্যেকটি চারার নিরাপত্তার জন্য বাঁেশর কাঠি দিয়ে খুটি দেয়া হয়েছে। চারাগুলি রক্ষনাবেক্ষনের জন্য বন প্রহরী ও উপকারভোগীদের দিয়ে সার্বক্ষনিক পাহারার ব্যবস্থা করা হয়েছে।





তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান