শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাবা-মেয়ে আত্মহত্যা: ছয় নম্বর আসামী গ্রেফতার
গাজীপুরে বাবা-মেয়ে আত্মহত্যা: ছয় নম্বর আসামী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি) গাজীপুরের শ্রীপুরে শিশু মেয়েকে শ্লীতাহানি, প্রতিবেশী কিছু মানুষের অত্যাচারে অতিষ্ট হয়ে, বিচার চেয়ে বিচার না পেয়ে দিশেহারা হয়ে বাবা- মেয়ে এক সাথে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারানোর ঘটনায় হালিমার দায়ের করা মামলার ছয় নম্বর আসামি ফাইজুদ্দিন (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই শনিবার সকালে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ । গ্রেফতারকৃত ফাইজুদ্দিনের বাড়ি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর (সীটপাড়া) গ্রামে। সে মৃত হাছেন মিস্ত্রির ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এস.আই শহিদুল হক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কানাউটা গ্রামের হানিফ মিয়ার বাসা থেকে ফাইজুদ্দিনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্ম গোপনে ছিলেন। সর্বশেষ নরসিংদী তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার ৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত পাচঁজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ এপ্রিল শনিবার সকাল ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশের আউটার সিগন্যালের কাছে বাবা ও মেয়ে এক সাথে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারায় । শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্নপুর (সিটপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হযরত আলী (৪০) ও তার শিশুকন্যা আয়েশা আক্তারের (৮) লাশ উদ্ধার করে পুলিশ।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪