মঙ্গলবার ● ১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে চার সন্ত্রাসী আটক
খাগড়াছড়িতে চার সন্ত্রাসী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ চাঁদাবাজি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরী এলজি, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করেছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত আটক চার সন্ত্রাসীর দেয়া তথ্যমতে শুক্রবার রাতে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় কামাল ত্রিপুরার বসত ঘরের সিলিংয়ের উপর থেকে মাটিরাঙ্গা থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে।
তবে এসময় পুলিশের উপস্থিতি আন্দাজ করে চাঁদাবাজি ও ছিনতাই গ্রুপের লিডার কামাল ত্রিপুরা পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় কামাল ত্রিপুরাসহ আটককৃত চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো।
এর আগে ৩০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টার সময় মাটিরাঙ্গা থানা পুলিশ খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকার একটি দোকান থেকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত চার সন্ত্রাসীকে আটক করে।
এসময় তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো। শুক্রবার রাতে আটককৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলো, আলুটিলা পর্যটন এলাকার রুদ্রর মানিক ত্রিপুরা প্রকাশ বাপ্পি (১৮), পুনর্বাসন এলাকার ফনী বিকাশ ত্রিপুরা (২০), আলুটিলা পর্যটন এলাকার আকাশ মারমা (১৮), ও রিংকু ত্রিপুরা (১৮)।
প্রসংঙ্গত, আটককৃতরা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলাধীন আলুটিলা, সাপমারা ও ব্যাঙমারা এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক জ্ঞিাসাবাদে স্বীকার করেছে বলেও জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাহাদাত হোসেন টিটো।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪