বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ১১ বছরেও মিরেরচর - ইলামেরগাঁও রাস্তাটি সংস্কার হয়নি
১১ বছরেও মিরেরচর - ইলামেরগাঁও রাস্তাটি সংস্কার হয়নি
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১১মি.) বিশ্বনাথে মিরেরচর ও ইলামেরগাঁও রাস্তটি যথা সময়ে সংস্কার না করায় বেহালা দশায় পরিনত হয়েছে। রাস্তার কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এমন বেহাল অবস্থা দেখে ছেলে-বুড়ো অনেকেই বলেন, “মনো ওয় ই রাস্তার কোন মাই-বাপ নাই এর লাগিই অত বাদ অবস্থা” “মাই গো ই কিতা অত বড় বড় গাত, ইকটা কিতা রাস্তানি না আর কোনতা’’। মিরেরচর ও ইলামেরগাঁও সড়কের দুরত্ব মাত্র ২ কিলোমিটার। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাথায়াত করছেন মানুষ। রাস্তটির এমন করুন দশা থাকলেও কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন। রাস্তাটি ২০০৬ সালে পাকাকরন হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘ এগার বছর অতিবাহতি হলেও আজ পর্যন্ত রাস্তায় এই কোন সংস্কার কাজ করা হয়নি। রাস্তার উপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেখলে মনে হয় রাস্তার উপর যেন মাছ শিকারের উপযোগী। ঝুঁকিপূর্ণ রাস্তা হওয়ার পরও থেমে নেই এখনকার টেম্পু, রিসকা, লাইটেস, কার,জীপ সহ সকল গাড়ীর চালকদের জীবনের চাকা। চালকরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিতে বের হচ্ছেন গাড়ী নিয়ে। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারনে গাড়ী রাস্তা দিয়ে চলাচলের ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ী গুলোর যন্ত্রপাতি। এছাড়া এ রাস্তা দিয়ে রোগী নিয়ে চলাচল করতে জনসাধারনকে পোহাতে হচ্ছে নানান দূর্ভোগ। করতে হচ্ছে অনেক হিসেব-নিকাশ। আর ডেলিভারীর রোগীদেরকেতো জীবনের সম্পূর্ন ঝুঁকি নিয়েই নিয়ে যাওয়া হচ্ছে সিলেট শহরে কিংবা অন্য কোন স্থানে। রাস্তার এই করুন দশা রোগীদের শারীরিক অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। রোগী ছাড়াও সুস্থ শরীরের মানুষ জনও এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করলে অসুস্থ হয়ে পড়েন। তাই দ্রুত এই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
রাঙামাটিতে বিদর্শন ভাবনা কোর্সের শেষে সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট্য কাপ্তাই উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে দীর্ঘ ২৩ বছর আইনী লড়াইয়ের পর জমির স্বত্বধিকার ফিরে পেলেন সুপ্রিয় বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি পৌর কমিটি গঠন
রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০