সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » দুই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : আটক-১
দুই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) খাগড়াছড়িতে ২ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলার মাটিরাঙা উপজেলার জুম্মপাড়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে(১৮) ধর্ষণ করে প্রতিবেশী ছন্নু মিয়ার ছেলে নুরুল আলম। ধর্ষক নুরুল আলমকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করেছে।
মাটিরাঙা পৌরসভার কাউন্সিলর এমরান হোসেন জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে বোনের কন্যা শিশুকে নিয়ে শুয়ে ছিল প্রতিবন্ধী ওই কিশোরী। কিশোরীকে একা পেয়ে ঘরের ঢুকে নুরুল আলম। নুরুল আলম ও কিশোরীর অস্বাভাবিক আচরণে শিশুর কান্নায় বাড়ির লোকজনরা ছুঁটে এসে নুরুল আলমকে আটক করে। পরবর্তীতে এলাকাবাসীরা এসে তাকে পুলিশে সোপর্দ করে।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটু ১০ সেপ্টেম্বর রবিবার রাতে মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নুরুল আলমকে আসামী করে কিশোরীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। আজ সোমবার সকালে কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হবে। আটককৃত যুবককে আদালতে প্রেরণ করা হবে।
অপরদিকে, একইদিন সকালে খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া এলাকায় প্রতিবন্ধী আরেক কিশোরী(২০) ধর্ষণের শিকার হয়েছে। রবিবার রাতে খাগড়াছড়ি সদর থানায় ধর্ষণের ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
কিশোরীর বড় ভাই জানান, রবিবার ভোরে হাটঁতে বের হলে আনন্দনগর এলাকার আলমগীর মিস্ত্রীর ছেলে শাহাদত হোসেন তার বোনকে রাস্তার উপর জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে লোকজন বের হয়ে আসলে সে পালিয়ে যায়। তার বোন মানসিক প্রতিবন্ধী বলে জানান তিনি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, কিশোরীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং