মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » সুব্রত মুখার্জি কাপে বিকেএসপি‘র প্রমীলা ফুটবল দল সেমি ফাইনালে
সুব্রত মুখার্জি কাপে বিকেএসপি‘র প্রমীলা ফুটবল দল সেমি ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক :: ভারতের দিল্লীতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৭ প্রমীলা ফুটবল টুর্নামেন্টে বিকেএসপি সেমিফাইনালে উঠেছে। দিল্লীর আমবেদকার স্টেডিয়ামে বিকেএসপি কোয়ার্টার ফাইনাল খেলায় হরিয়ানাকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলায় প্রথমার্ধ গোল শূণ্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে বিকেএসপি পরিকল্পিত আক্রোমন চালিয়ে ২-০ গোলে এগিয়ে যায়।প্রথমেোলটি আসে শাহেদা আক্তারের পা থেকে। এরপর বিকেএসপি আক্রোমন অব্যাহত রাখলে মুক্তা সরকার দলের পক্ষে দ্বিতীয় গোল করেন।
এদিকে হরিয়ানা ২ গোলে পিছিয়ে পরলে গোল পরিশোধে মরিয়া হয়ে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত এক গোল পরিশোধ করে। দুই দলের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা স্টেডিয়ামে আসা দর্ষকগণ উপভোগ করেন। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রথমবারের মতো সেমিতে উঠায় বিকেএসপি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।প্রিমীলা দলটি সুব্রত কাপে এবার নিয়ে দ্বিতীয়বারের মত অংশ নিচ্ছে।
১৮ সদস্য বিশিষ্ট এ দলে ১৬ জন থেলোয়াড়, কোচ ও ম্যানেজার রয়েছেন । টুর্নামেন্টে মোট ৩২ টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো. শাহীনুল হক ও জয়া চাকমা।
উল্লেখ্য বিকেএসপি’র প্রিমীলা দল গত বছর এ টুর্নামেন্টে প্রথমবারের মত অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। প্রমীলা দলটি সুব্রত কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস