শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
বরকলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির জেলার দূর্গম বরকল উপজেলায় ড্যানিডার  সহায়তায় রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি যৌথ প্রকল্প  পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা (২য় পর্যায়) প্রকল্পের আওতায়  ভুষনছড়া ইউনিয়নের ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির সমন্বিত খামার ব্যবস্থাপনায়  কৃষক মাঠ স্কুল এর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ২১নভেম্বর শনিবার সকালে  পরিদর্শন করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, সবির  চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা কংচাই মারমা,  কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর জেলা কর্মকর্তা সুকিরন  চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেনং রাখাইন উপস্থিত  ছিলেন৷
পরিদর্শণ শেষে ভুষনছড়া ইউনিয়নের ধনুবাগ পাড়া উন্নয়ন কমিটির সাথে এক  সংক্ষিপ্ত আলোচনাসভায় চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর৷ সে  জন্য কৃষির সার্বিক উন্নতি মানেই দেশের উন্নতি৷ তিনি বলেন, পাহাড় ও লেক  বেষ্টিত পার্বত্য অঞ্চলে কৃষির সম্ভাবনা প্রচুর৷
রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র এই প্রকল্পের  মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নকে ত্বরান্বিত করতে  সহায়তা করেছে৷ তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে যেসব কৃষকরা প্রশিক্ষণ গ্রহণ  করেছে তারা আধুনিক পদ্ধতিতে নিজেদের কৃষি ফসল উত্পাদনের পাশাপাশি গ্রামের  অন্যান কৃষদের কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান করছে৷ এর ফলে এ জেলার  ফল-ফলাদি এখন দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে৷  ভবিষ্যতে কৃষকরা জেলার চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক  মুদ্রা অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন ৷
এর আগে চেয়ারম্যান বরকলের ছোট হরিনা ২৫ বর্ডার গার্ডের অধিনায়ক লেঃ  কর্ণেল মোঃ শাহাব উদ্দিন ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাত্ করেন৷ পরে  ভুষনছড়া ইউনিয়নের ঠেগামুখ কমিউনিটি ক্লিনিক, ঠেগামুগ সরকারী প্রাথমিক  বিদ্যালয়, দাইমাচাক্রাসাসনাব্রু বৌদ্ধ বিহার ও ভুষনছড়া ফারুক-ই-আযম  (রাঃ) দাখিল মাদরাসা পরিদর্শন করেন৷
আপলোড : ২১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :সন্ধ্যা ৭.৫০ মিঃ

      
      
      



    আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা    
    কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত    
    কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত    
    ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত    
    বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক    
    আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ    
    শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান    
    ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা    
    রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি    
    সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান