বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » লন্ডনে বসে খালেদা-তারেক দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন : মাহবুব উল আলম হানিফ
লন্ডনে বসে খালেদা-তারেক দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন : মাহবুব উল আলম হানিফ
হবিগঞ্জ প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী চিকিৎসার কথা বলে লন্ডনে গিয়েছেন। তিন মাস অতিবাহিত হলেও তিনি এখনো ফিরেননি। খালেদা-তারেক লন্ডনে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। খালেদা ও তার পুত্রের ষড়যন্ত্র দেশবাসী প্রতিহত করবে। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে দেশকে আলোর মুখ দেখিয়েছেন। তাই দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে। আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দিতে হবিগঞ্জবাসীকে অনুরোধ জানান তিনি। এর আগে বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলন ও জনসভায় কেন্দ্রীয় মৎস্যজীবী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ সহস্রাধিক নেতাকর্মী ও লোকজন উপস্থিত ছিলেন।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা