শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সিলেট বাঁচলে বাঁচবে বাংলাদেশ : ওবায়দুল কাদের
সিলেট বাঁচলে বাঁচবে বাংলাদেশ : ওবায়দুল কাদের

সিলেট প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.) বাংলাদেশ আওয়ামলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিলেট বাঁচলে বাঁচবে বাংলাদেশ তাই বাংলাদেশকে বাঁচাতে হলে সিলেটকে বাঁচাতে হবে। আজকের সিলেটের উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়নের উপর নির্ভর করছে পর্যটন এলাকাখ্যাত সিলেটের ভবিষ্যত।
তিনি আরও বলেন, আমি বাইরোডে গতকাল সিলেটে এসে খুব কষ্ট পেয়েছি। ঢাকা-সিলেট সড়কের বিভিন্ন জায়গা অনেক খারাপ। সিলেট-কোম্পানীগঞ্জ নতুন সড়ক হচ্ছে। সিলেট-জকিগঞ্জ সড়কের টেন্ডার হয়ে গেছে। সিলেট-জাফলং সড়ক সেদিকেও আমরা নজর দিচ্ছি।
আজ ২১ অক্টোবর শনিবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারী মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, সিলেট আমাদেরকে যা দেয় সেই তুলনায় আমাদেরকেও দিতে হবে। সিলেট জাতীয় অর্থনীতির প্রাণ। সিলেটের উন্নয়নের যারা ব্যবস্থা নিবেন না তাদের বিরুদ্ধে মন্ত্রনালয় থেকে ব্যবন্থা নেয়া হবে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর