রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ »
গজালিয়া ইউপি চেয়ারম্যান সরকারি সফরে ভারত ও মালেশিয়ায় যাচ্ছে
:: সামাজিক কর্মকান্ড ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে ৩ পার্বত্য জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলার লামা উপজেলা ০১ নং গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। স্বীকৃতি হিসেবে সরকারী অর্থায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মার্মা কে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১০ দিনের জন্য ভারত ও মালেশিয়া সফরে পাঠাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ বছর সারা দেশে ১০ ইউপি চেয়ারম্যানকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। উক্ত সফরের পতিপাদ্য বিষয় হল ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধি স্থানীয় সরকারকে শক্তিশালী করন এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জন। স্থানীয় সরকার বিভাগে যুগ্ন সচিব মোঃ মাহাবুব হোসেন এর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ০১ জন উপ-সচিব, ০৪ জন জেলা পর্যায়ে উপ-পরিচালকসহ এবং দেশের ৮টি বিভাগে ১০জন ইউপি চেয়ারম্যান ও চারজন ইউপি সচিব কে নিয়ে গঠিত ২০ সদস্যের এ দল টি ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় সফর করবেন। এর মধ্যে বান্দরবান জেলার লামা উপজেলার ০১ নং গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা প্রথম বারের মত এ সফরের অন্তর্ভুক্ত হয়েছেন বলে স্থানীয় সরকার বিভাগ নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কে বলেন, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে এই সরকারি বিশেষ সফরের মনোনীত করেছে। তিনি আরো বলেন, আমরা প্রথমে ভারত সফর করবো, তারপর মালয়েশিয়া।





রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০
প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি
রাঙামাটিতে গ্রাম্য সালিশে যুবককে মধ্য যুগীয় কায়দায় জুতার মালা পরানোর দৃশ্য পেইজবুকে ভাইরাল হওয়ার ৬দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি
খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে খলশানি বিক্রির ধুম
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা
খাগড়াছড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ৫ জনকে চিকিৎসার জন্য পাবনা প্রেরণ
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন