সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আনন্দঘন পরিবেশে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন
আনন্দঘন পরিবেশে লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.০০মি.) বান্দরবানের সর্ববৃহৎ সমবায় সমিতি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নবম ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টা হতে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সর্বোচ্চ ১৫৭৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আব্দুর শুক্কুর এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী হারিকেন প্রতীক নিয়ে এ.এম ইমতিয়াজ পেয়েছেন ৮৫৬ ভোট ও মো. নুরুল ইসলাম ফরিদ ছাতা মার্কা প্রতীক নিয়ে ৩৬ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছে মো. ফরিদুল আলম।
অপরদিকে আনারস প্রতীক নিয়ে ১৪৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মো. হানিফ, তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. শফিউল আলম হাত পাখা প্রতীক নিয়ে ৫১৪ ভোট পেয়েছেন ও মো. নাজিম উদ্দীন টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৫ ভোট।
ডিরেক্টর ১- পদে মো. নুরুজ্জামান আম প্রতীক নিয়ে ১৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. মোজাম্মেল হক মই প্রতীক নিয়ে ১১৯৭ ভোট পেয়ে ডিরেক্টর-২ পদে নির্বাচিত হয়েছেন ও সুলতান আহম্মদ তালাচাবি প্রতীক নিয়ে ১০৬২ ভোট ডিরেক্টর-৩ পদে নির্বাচিত হয়েছেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন